আগামী নির্বাচনে সকল গ্রুপিং নিরসন করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে

মো:রফিকুল ইসলাম মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় সকল দ্বিধা দ্বন্ধ নিরসন করে প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাাচিত করে এ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে।
রোববার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি ্আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের মধ্যকার বিবেধ বিরোধ নিরসন করতে হবে। সে লক্ষ্যেই তিনি সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে জেলা উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। মতবিনিময় সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, যুগ্ম সম্পাদক রবীন দত্ত, নাসিরউদ্দিন মৃধা, দপ্ত সম্পাদক মাষ্টার সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আউয়াল খান মহারাজ, নান্টু সাহা, হারুন অর রশিদ, ইখতিয়ার হোসেন দিলাল সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ছিলেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক জন্মভূমি প্রতিনিধি জামাল শরীফ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মশিউর রহমান মাসুম, জিটিভি জেলা প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দৈনিক ভোরের দর্পন, দৈনিক লোকসমাজ মোরেলগঞ্জ প্রতিনিধি শামীম আহসান মল্লিক, ভোরের কাগজ প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক জনতার রাজ্ ীআহসান রাজু, ভোরের ডাক প্রতিনিধি এমএ জলিল, গ্রামের কাগজের গনেশ পাল, শাহআলম তালুকদার, আতিয়ার রহমান,সাপ্তাহিক বিবর্তন মোরেলগঞ্জ প্রতিনিধি মো:রফিকুল ইসলাম,হাফিজুল ইসলাম(শাওন) প্রমুখ।