আগামী বছরের এপ্রিল থেকে পরিকল্পিত ইন্ডাস্ট্রি জোনে গ্যাস সংযোগ দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী বছরের এপ্রিল থেকে পরিকল্পিত ইন্ডাস্ট্রি জোনে গ্যাস সংযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নসরুল হামিদ এ কথা বলেন। তিনি বাসা-বাড়ির ক্ষেত্রে এলপি (লিকুফাইড পেট্রোলিয়াম) গ্যাস ব্যবহারের আহ্বান জানান। রিহ্যাব ফেয়ার- ২০১৭ শিরোনামের এই আবাসন মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।