নিজস্ব প্রতিবেদক, রংপুর : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কোন জোটে যাবে না। জাতীয় পার্টি একাই ৩০০ আসনে প্রার্থী দেবে। সেই লক্ষে দলকে গোছানো হচ্ছে।
শনিবার দুপুরে রংপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় লাখো মানুষের সমাগম ঘটানো হবে। সেখান থেকে আগামী নির্বাচনের জন্য মাঠে নামা হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে কোনো আইন নেই। এমনকি পাশের দেশ ভারতেও নির্বাচন কমিশন গঠন দিয়ে কোনো আইন নেই। তাই নির্বাচন কমিশন গঠনে আইন জরুরি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় পার্টি রাষ্ট্রপতির কাছে ৫ সদস্যের তালিকা পাঠাবো। সেখানে নির্বাচন কমিশন সংক্রান্ত আইন প্রনয়ণের সুপারিশ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শাহানারা বেগম, জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।


