নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আগামী সাধারণ নির্বাচন শেখ হাসিনার সরকারের অধীনে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, ‘২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তখন আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশে চলবে। এরপরও বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়।’
আজ রোববার দুপুর আড়াইটায় বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বিভাগীয় চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিদেশ থেকে দেশে আসুন, নির্বাচনে অংশ নিন, নির্বাচনের মাঠেই হবে ফাইনাল খেলা।’
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। তাই নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। নিশ্চিত আমরা ষড়যন্ত্র প্রতিহত করব। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসী। তাই জোর করে নয়, মানুষের মন জয় করে আগামীতে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে।’
মন্ত্রী বলেন, নির্বাচনের বাকি আর এক বছর। তাই এখনই ঘরে ঘরে গিয়ে মানুষকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলতে হবে।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় না আসলে দেশ চলে যাবে সেই দুর্নীতির হাওয়া ভবন, জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের কব্জায়। জয় বাংলা স্লোগান দিলেই জনগণ ভোট দেবে না, জনগণ কী পেয়েছে তা বুঝাতে হবে।
সমাবেশের প্রধানবক্তা বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী চলতি অর্থ বছরে বরিশালের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো উন্নয়নের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেটে তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহেতসামুল হক চৌধুরী দুলাল প্রমুখ।


