
মাগুরা প্রতিনিধি : আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর মাগুরা সফর উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনিবুর রহমান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।