আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ডাক টিকিট অবমুক্ত

সচিবালয় প্রতিবেদক : আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন ও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এগুলো উন্মোচন করেন।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এম এম জিয়াউল হক সচিব (সমন্বয় ও সংস্কার) এ তথ্য জানান।