নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়েছে।
প্রবেশপত্র যারা পাবেন না, আগামী ২৭, ২৮ এবং ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নীচতলায় রেজিস্ট্রার অফিস থেকে তাদের ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আব্দুল আলীম। নার্সিং শাখার কক্ষ নং ১০৪৮ থেকে প্রার্থীকে নিজের সত্যায়িত পাসপোর্ট সাইজের ১ কপি ছবি জমা দিয়ে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রশান্ত কুমার মজুমদার জানান, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
২০০ পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন প্রায় সাড়ে ৬ হাজার নার্স।
উল্লেখ্য, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি (স্মারক নং-বিএসএমএমইউ/২০১৬/১০২৬৫, তারিখ: ০৪-১০-২০১৬ইং) দেওয়া হয়।