বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় জুটি দেব ও নুসরাত ‘লাভ এক্সপ্রেস’ সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমার মুক্তিকে সামনে রেখে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন নুসরাত জাহান। এ সময় লাভ এক্সপ্রেস সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
এ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, ‘শুটিংয়ে দেব থাকা মানেই মজা। সব সময় কারো না কারো সঙ্গে ও লেগে থাকে। তুরস্কে গানের শুটিং করছিলাম আমরা। তখন ১২০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। কেউ দাঁড়াতে পারছিল না। তখন দেব আমাকে ধরে রেখেছিল। না হলে আমি হয়তো উড়েই যেতাম। এ জন্য দেবকে অনেক ধন্যবাদ।’
লাল ও নীলের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। লাল ও নীলের চরিত্র রূপায়ন করেছেন দেব-নুসরত। সিনেমাটি পরিচালনা করেছেন রাজীব কুমার। এতে দেব-নুসরাত ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, ভিক্টর ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, সুপ্রিয় দত্তসহ অনেকে।