নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জীবনের পথচলায় যেমন পরিকল্পনার প্রয়োজন তেমনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষ পথচলাতেও আগাম পরিকল্পনার কোনো বিকল্প নেই।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন।
সচিব মরতুজা আহমদ অধীস্থ ১৩টি অধিদপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে এ চুক্তি করেন।
তিনি বলেন, ‘রূপকল্প-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মন্ত্রণালয়ের নীতি ও কৌশলপত্র এবং সরকারের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির আলোকে মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩টি অধিদপ্তর ও সংস্থার সঙ্গে চুক্তিসমূহ প্রণয়ন করা হয়েছে।
মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে বেড়ে চলেছে কাজের পরিধি। সেই বর্ধিত কাজ সম্পাদনে সুষ্ঠু পরিকল্পনা অপরিহার্য।
তিনি আরো বলেন, আগামী এক বছরে কী কী কাজ করতে হবে তা যদি জানা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু প্রস্তুত রয়েছি, কতটুকু আমাদের ঘাটতি রয়েছে। সে ঘাটতি পূরণে কী প্রয়োজন তা করা যাবে।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণকে দক্ষ সেবা দিতে অঙ্গিকারবদ্ধ। শুধু মুখের বুলি নয়, সত্যিকার অর্থে সেবার মান বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়েছে সুবিশাল পরিকল্পনা।
বার্ষিক কর্মস্পাদন চুক্তিকে অর্থ বছরের বাজেট মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, কী পরিমাণ জনবল, অর্থবল ব্যয় করে, কী পদ্ধতিতে এক বছরে মন্ত্রণালয়ের দপ্তরগুলো কী কী কাজ করবে, জনগণ ও গণমাধ্যমকে সেবা দেবে, তারই আগাম পরিকল্পনা আছে এ চুক্তিতে।


