আগুনে পুড়ছে গাজীপুরের ফিনিশ কয়েল কারখানা

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ছোটোছুটি শুরু করেন।

খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ব্যাপকতা বাড়ায় জয়দেবপুর, শ্রীপুরসহ আশেপাশের ফায়ার স্টেশনের আরও ৫টি ইউনিট আগুন নেভানোর জন্য কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের লেলিহান দেখা গেছে। কিছু বুঝে ওঠার আগেই ধোয়া উঠতে থাকে। মহাসড়কের পাশের লোকজন ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।