আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ হরতাল-অবরোধকে কেন্দ্র করে গণপরিবহণে অগ্নিসংযোগকারী এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুরকারীদের ধরিয়ে দিতে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান স্বাক্ষরিত এই বার্তায় বলা হয়, নাশকতাকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে বা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। ভাঙচুর ও অগ্নিসংযোগকারীর বিষয়ে সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

এর আগে রাজধানীতে বাসে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

এর আগে ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।