
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য এবং দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, ‘এখন ম্যাডামের জ্বর আসছে না, কিন্তু তাঁর যেসব রোগ আছে, সেগুলোও বিবেচনায় নিতে হবে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যেরা নিয়মিত চেকআপ, পরীক্ষা-নিরীক্ষা করছেন। সে অনুযায়ী চিকিৎসাও দেওয়া হচ্ছে।’
বায়োপসি করার পর কেবিনে স্থানান্তর করা হয় বিএনপির চেয়ারপারসনকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।