
শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডি সিলভা, সম্প্রতি ‘মানিকে মাগে হিতে’ শিরোনামে গানটি গেয়ে সবার মনে জায়গা করে নিয়েছেন। মূলত তিন মাস আগে গানটি রিলিজ করা হয়েছিল কিন্তু হঠাৎ করেই তিন মাস পর গানটি তুমুল জনপ্রিয়তা পায়। পৃথিবীর প্রায় সকল স্তর থেকেই শুভেচ্ছা পান তিনি, বদলে যায় তার ভাগ্য।
এর আগে আই গানটি গেয়েছিলেন শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী সাথিসান রাথনায়াকার, সেই গানটি নতুন করে গাইলেন সিল্ভা। সচারচর গানটির কথা কেউ বুজতে না পারলে ও তার কন্ঠ ও গাওয়ার ধরনটাই সবার মনে জায়গা করে নিয়েছে।
দীর্ঘদিন ধরেই তিনি ইউটিউবে জনপ্রিয়। কিন্তু এই একটি গান তাকে সিংহলের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে দিয়েছে সারা পৃথিবীতে। গান এমনই জিনিস, সুর তাল লয়ের সমন্বয়ে তা যখন বেজে ওঠে তখন শ্রোতাকে সে নাচাবেই। ভাষা সেখানে কোনো বাধা হতে পারে না। তবু ভাষা বুঝলে মন্দ হয় না। নেট দুনিয়ায় ঝড় তোলা ‘মানিকে মাগে হিতে’ গানের সিংহলি ভাষার কথাগুলোর বাংলা অর্থ জানলে গানটিকে আরও বেশি করে ভালো লাগবে যে কারো।
গানটির প্রথম চার লাইনে অনুবাদে আসে, প্রিয়, আমার মনের মধ্যে সমস্ত ভাবনা তোমাকে নিয়েই চলে, এ যেন এক আগুনের শিখা, জ্বলছেই, তোমার শরীরী আদল আমি চোখে হারাই, আমি সারাক্ষণ তোমাকেই দেখে চলি, তুমি আমার হৃদয়ের অনেক কাছে, যেন অনেককাল ধরেই তোমাকে চিনি, তুমি পরীর মতো, তুমি আমার প্রিয়তম। গানটি অনুবাদে বুঝাই যাচ্ছে, কেউ তার প্রিয়তমার প্রশংসা করছে ও নিজের ভালোবাসাকে তুলে ধরছে।