
নিজস্ব প্রতিকেদক, চট্টগ্রাম : খারাপ আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকার কারণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে সমুদ্রের দুই কিলোমিটার গভীরে নোঙর করে রাখা একটি গমবোঝাই লাইটার জাহাজ তীরে আছড়ে পড়েছে।
এতে ওই জাহাজটি ডুবে না গেলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে জাহাজের ১৪ জন নাবিক।
‘অনন্যা ২’ নামের লাইটার জাহাজের নাবিক আবদুর রহমান রাইজিংবিডিকে জানান, সাগর উত্তাল থাকায় লাইটার জাহাজের পণ্য ওঠা নামা বন্ধ রেখে পতেঙ্গা সৈকত থেকে দুই কিলোমিটার গভীর সমুদ্রে নোঙর করে রাখা হয়। আজ দুপুরের দিকে সমুদ্র তীব্র উত্তাল হয়ে উঠলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে জাহাজটির নোঙর ছিড়ে সমুদ্র সৈকতের বেড়িবাঁধে এসে আছড়ে পড়ে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে জাহাজের ১৪ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।