নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশে রোববারেই সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।
রোববার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ সহকারী পারিচালক জাকির হোসেন খান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে এ বিষয়ে দেওয়া রায়ের পর আজ প্রথম কার্যদিবস। তাই আদালতের রায়ের ওপর যথাযথ সম্মান রেখে সিটিসেল আজকের মধ্যেই তরঙ্গ খুলে দেওয়া হবে।’
তবে রোববার ঠিক কোন সময় সিটিসেল চালু হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি জাকির হোসেন খান।
বিটিআরসির একটি দল সিটিসেল কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে রোববার দুপুরে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর জিপিওতে সেরা ডাক বিভাগ কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সিটিসেলের তরঙ্গ খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। কিন্তু টেকনিক্যাল কারণে সময় লাগছে। আশা করছি, শিগগির কাজ শেষ হবে।’
তিনি বলেন, ‘আমরা আদালতের মৌখিক সিদ্ধান্ত জেনেছি। এখনো আদালতের কাছ থেকে লিখিত অনুলিপি পাইনি। তারপরও কাজ চালিয়ে যাচ্ছি। আদালতের রায়ের প্রতি আমরা সর্বদা শ্রদ্ধাশীল।’
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আজকের মধ্যে যেকোনো সময় সিটিসেল আবারও চালু হচ্ছে।
এর আগে দেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ শর্তসাপেক্ষে খুলে দেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু এর দুই দিন পার হলেও এখনো সিটিসেল তার তরঙ্গ ফিরে পায়নি।
উল্লেখ্য, পাওনা টাকা পরিশোধ না করায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। আগামী ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধের শর্তসাপেক্ষে গত ৩ নভেম্বর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।