বিনোদন দুনিয়া থেকে ভার্চুয়াল মাধ্যম, দুটো ক্ষেত্রেই সমানভাবে তাল মিলিয়ে চলছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্বেতা। ইতিমধ্যেই যা ভাইরাল হয়েছে।

শ্বেতা তিওয়ারি। হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। ওয়েব সিরিজেও তাঁর জুড়ি মেলা ভার। আবারও তিনি উঠে এলেন খবরের শিরোনামে।

গ্ল্য়ামারের নিরিখে বছর চল্লিশের অভিনেত্রী শ্বেতা তিওয়ারি এখনও বলে বলে গোল দিতে পারে যে কোনও নিউ এজ তারকাকে।
শ্বেতার মেয়ে পলক তিওয়ারিও নেট দুনিয়ায় বেশ অ্য়াক্টিভ। তাকেও খুব তাড়াতাড়ি বলিউডে দেখতে পাওয়া যাবে বলে খবর।

কসৌটি জিন্দেগি কি’ ধারাবাহিকে অভিনয় শ্বেতা তিওয়ারিকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।

সুন্দরী হওয়ার পাশাপাশি শ্বেতা যথেষ্ট সাহসীও বটে। বিভিন্ন সময়ে তাঁকে সোশ্য়াল সাইটে মন্তব্য় করতে দেখা গেছে।

ব্য়ক্তিগত জীবনে দু’বার বিয়ে করেছেন শ্বেতা। কিন্তু দুটি ক্ষেত্রে সম্পর্ক সফলতা পায়নি। যদিও প্রতিমুহূর্তে মেয়ের সঙ্গে আনন্দে বেঁচে থাকতে পছন্দ করেন এই গ্ল্যাম গার্ল।

পশ্চিমি আউটফিট থেকে শুরু করে ভারতীয় পোশাকেও এইরকমভাবে সুন্দর ও সাবলীল লাগে শ্বেতা তিওয়াকে।


