“আজও বসে”

মিলন হোসেনের

কবিতা

কেটে যাওয়া সেই দিন গুলি
পিছে পড়ে গেছে।
আমার মনটা আজও ঠিক
সেখানেই পড়ে আছে।


শুধু কেটে যাওয়া সময় টুকু
পার হয়ে গেছে।
স্মৃতীর পাতা গুলো তবু
স্মৃতী রয়ে গেছে।

সেতো শুধু নিজো বাড়ী ছেড়ে
পরো ঘরে গেছে।
নতুন মানুষ পেয়ে আজ
আমারে ভুলিয়াছে।

তবু কেনো মনটা আজো
সেথা বোসে আছে।
যতোই বলো তোমরা
সবি হারিয়েছে।

না না সবি তেমোনি আছে
শুধু সেই চোলে গেছে।
ফেলে আসা সময় টুকু