আজও মিরপুরে চলছে না বাস

রাজধানীতে সিটিং ও গেটলক সার্ভিস বন্ধের ঘোষণা দেওয়ার পরেও মালিক পক্ষের কারণে বেশি ভাড়া আদায় করতে হচ্ছে চালক-হেল্পারদের। এতে যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। তাই ওয়েবিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে আজও বুধবার (১৭ নভেম্বর) বাস চালানো বন্ধ রেখেছে মোটর শ্রমিকরা।

গত রোববার (১৪ নভেম্বর) থেকে সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেয় ঢাকা পরিবহন মালিক সমিতি। এ বিষয়ে বাস মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সে হিসেবে কথা ছিল- সিটিং সার্ভিস চলবে না, থাকবে না ওয়েবিল। অথচ সেই নির্দেশনা মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা হলেও গেটলক সিটিংয়ের নামে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।

এদিকে যাত্রীরা ভাড়ার তালিকা অনুযায়ী ভাড়া দিচ্ছে কিন্তু ওয়েবিলের কারণে আর মালিকদের পক্ষের চাপে অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছে বাস চালকদের। এতে যাত্রী ও হেল্পারদের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হলে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর থেকে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দেয়।

ফলে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কর্মস্থলে যাতায়াতে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।

চালক-হেলপারদের অভিযোগ, ওয়েবিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকেও ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে চালক-হেলপারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেছিলেন, সরকার ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ওয়েবিলের সঙ্গে ভাড়ার কোনো সম্পর্ক নেই। ভাড়ার যে নতুন চার্ট আছে সে অনুসারে তা আদায় করবে। এর বাইরে কেউ আদায় করতে পারবে না।

বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সিটিং সার্ভিস বা গেটলকের নামে তারা যে ভাড়া আদায় করছে, সরকার নির্দেশিত ভাড়া আদায় করছে কিনা- সেটি আমরা মনিটর করছি। ভাড়ার চার্টে যেটা দেওয়া আছে সেটার চেয়েও বেশি আদায় করছে, বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।