আজকের ভূমিকম্প কি আফটার শক? যা জানালেন আবহাওয়াবিদ

ঢাকা ও এর আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল সোয়া চারটার দিকে তিন দশমিক ছয় মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে।

বিবিসি বাংলাকে আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেছেন, সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

পরদিন শনিবার সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।