
ক্রীড়া প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের আগে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নিচ্ছে বাংলাদেশ। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার দল।
বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছিল মাশরাফি-তাসকিন-সৌম্যরা।আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সিডনি থান্ডারের মুখোমুখি হবে বিসিবি একাদশ।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ মুস্তাফিজকে দলে নেওয়া হতে পারে। প্রথম ম্যাচে নেওয়া হয়নি ইনজুরি থেকে ফেরা মুস্তাফিজকে। তবে নিউজিল্যান্ড যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচটিতে আজ তাকে যাচাই করে নিতে পারে টাইগার কোচ চন্ডিকা হাথুরেসিংহে।
কাঁধের অস্ত্রোপচারের পর ঘরের মাঠে ইংল্যান্ড ও বিপিএলের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মিস করেন মুস্তাফিজ।তবে চোট সেরে উঠায় তার কাছ থেকে আবারও বল হাতে কাটার জাদু দেখার অপেক্ষায় রয়েছে টাইগার সমর্থকরা ।