আজকের রাশিফল

আজ ২০শে জুন বুধবার, দিন কেমন হবে কোন কোন রাশির মানুষ জন্য সেটা জানার আগ্রহ আমাদের সবার মাঝে থাকে তাই সেই আগ্রহ পূরণে জেনে নিন আপনাদের প্রতিদিনের রাশিফল ক্রাইম পেট্রোল বিডি’ মাধ্যমে। আর দিন উপভোগ করুন নিজের মত করে তাই সকলের জন্য আজকের রাশিফল ।

মেষ – পরিশ্রম করে কার্যোদ্ধার হলেও কর্তৃপক্ষের একরোখা মনোভাব আপনাকে সহ্য করে চলতে হবে। হিসেব করে খরচ করলে ব্যয় হবে কম।

বৃষ – কোনও বন্ধুর নেপথ্য সহযোগিতায় শত্রুপক্ষ আয়ত্তে আসবে। সৃজনসীল কাজে উপযুক্ত সম্মান পাবেন।

মিথুন – অর্থনৈতিক দিকে তেমন সুবিধা হয়তো হবে না তবে কাজের জন্য প্রশংসা অর্জন করবেন। কাউকে অর্থসাহায্য করলে তা ফের পাওয়ার সম্ভাবনা কম।

কর্কট – যা পাবেন বলে আশা করেছিলেন সেটা আজ পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে মান অভিমান। আর্থিক ক্ষেত্রে মধ্যম।

সিংহ – কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। আর্থিক দিকে হতাশার কারণ নেই। প্রেমের ক্ষেত্রেও শুভ যোগ।

কন্যা – সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে নানা গোলমাল আসতে পারে। অর্থনৈতিক উন্নতির যোগ প্রবল। চলাফেরায় সতর্কতা অবলম্বন প্রয়োজন।

তুলা – কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক ভাবেও লাভবান হবেন। তবে শরীর নিয়ে সতর্ক থাকুন।

বৃশ্চিক – আজ অর্থ উপার্জন ভালোই হবে। কর্মক্ষেত্রে আপনার স্বয়ংসম্পূর্ণ মনোভাবের জন্য সহকর্মীরা কৌতূহল প্রকাশ করবেন। প্রেমের ক্ষেত্র চলনসই।

ধনু – কর্মক্ষেত্রে আজ তেমন নিবিষ্টভাবে মন দিয়ে উঠতে পারবেন না। পেট নিয়ে সমস্যা হতে পারে। পারিবারিক স্থিতিশীলতা ক্ষুন্ন হবে।

মকর – নতুন কোনও যোগাযোগ বা প্রস্তাব এলে আজ তা গ্রহণ করতে পারেন। কর্মস্থলে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে। অর্থের ক্ষেত্রে বিলাসিতা না করলে স্বস্তিতে থাকবেন।

কুম্ভ – আজ পরিচিত কোনও ব্যক্তির সঙ্গে অর্থের লেনদেন করবেন না, সমস্যায় পড়বেন। প্রেমের ক্ষেত্রে সুখ।

মীন – আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। শত্রুকে উপেক্ষা করুন। আজ সব ক্ষেত্রেই ঝুঁকি বর্জন করুন।