নিউজ ডেস্কঃ রাজধানীর আজিমপুরে গলায় ফাঁস দিয়ে লায়লা আঞ্জুমান ইভা (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আজিমপুরের শেখ শাহ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ইভা ঢাবির পুষ্টি বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। জানা গেছে, আজিমপুরের শেখ শাহ বাজার এলাকায় একটি বাসার নিচ তলায় ইভা ও আরেক ছাত্রী ভাড়া থাকতেন। বুধবার রাতে ওই বাসায় জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ইভা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢামেক হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


