নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শাহ আলম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে আজিমপুর পশ্চিম পাড়া এলাকায় ছাপড়া মসজিদের পাশে একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
শাহ আলমের সহকর্মী মো. সুমন জানান, দুপুরের দিকে আলম ১০ তলা ভবনের ৮ তলায় মাচায় বসে দেয়াল আস্তর করছিলেন। এ সময় তিনি মাচা থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জে।’