
ডেস্ক রিপোর্ট : এ উপলক্ষে আজ দুপুর ১২টায় ওয়ালটন গ্রুপের করপোরেট হেড অফিসে (বসুন্ধরা আবাসিক এলাকা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম নজরুল ইসলামের কুলখানি আজ বৃহস্পতিবার। ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এসএম নজরুল ইসলাম গত ১৭ ডিসেম্বর, ২০১৭ তারিখে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।