আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও মুস্তাফিজকে ছাড়াই খেলতে নেমেছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীই আজ আইপিএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের খেলা দেখার আশায় ছিলেন। কিন্তু তাদের সেই আশা পরিণত হলো হতাশায়! দুজনের কাউকেই যে আজ দলে রাখেনি কোনো দল।

দিল্লিতে দিনের প্রথম ম্যাচে সাকিবকে ছাড়াই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্য সাকিব এবারের আইপিএলে এখন পর্যন্ত দর্শক হয়েই আছেন। তাকে একটি ম্যাচেও খেলায়নি কলকাতা।

আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দেওয়ার পরের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন। কিন্তু ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে কলকাতার বিপক্ষে তাকে আর দলে রাখেনি হায়দরাবাদ।

আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেও মুস্তাফিজকে ছাড়াই খেলতে নেমেছে দলটি। হায়দরাবাদের হয়ে আজ আইপিএল অভিষেক হচ্ছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর। টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাঞ্জাব।