আজ খেলবে কাটার মাস্টার

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকায় আইপিএলের শুরুতে যোগ দিতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে দুই ম্যাচ পর আজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশি এ পেসার।

সব ঠিক থাকলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আজ রাতেই মাঠে দেখা যেতে পারে মুস্তাফিজকে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে হায়দরাবাদ।

চলতি আসরে টানা দুই ম্যাচ জিতে রীতিমত উড়ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ। মুস্তাফিজের উপস্থিতি দলের বোলিং অ্যাটাকের শক্তিতে যোগ করছে বাড়তি মাত্রা। আশিষ নেহরা, ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজ এ পেস-ত্রয়ীর বোলিং আক্রমন কতটা বিপদজনক তা গত মৌসেুমেই দেখেছে ভক্তরা। এবার তাদের সঙ্গে ঘূর্নি যাদু নিয়ে যুক্ত হয়েছেন তুরুণ আফগান লেগ স্পিনার রশিদ খান।

আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই হায়দরাবাদের হয়ে শিরোপা জেতেন মুস্তাফিজ। শিরোপা জয়ের পাশাপাশি জেতেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।দলের হয়ে ১৬টি ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছিলেন ১৭টি উইকেট। তাই সোনার ডিম পাড়া এই কাটার মাস্টারকে ছাড়েনি হায়দরাবাদ।