নিজস্ব প্রতিবেদক : জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ ১ মার্চ বুধবার থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হচ্ছে।
এবার আরবি হিজরি বর্ষের পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। জমাদিউল আউয়াল মাস শেষ হয়েছে গতকাল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার।
এ জন্য আজ থেকে শুরু হচ্ছে ইসলামি বর্ষপঞ্জির ষষ্ঠ মাস জমাদিউস সানি। একে ‘জমাদিউল আখির’ও বলা হয়। বিভিন্ন হাদিস এবং সাহাবিদের বর্ণনা অনুযায়ী, এই মাসের অনেক ফজিলত রয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ওই দিন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান।