
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা মেঘনায় আজ থেকে দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ। এ জন্য নদীতে কোস্ট গার্ডের পাশাপাশি টহলে নেমেছে নৌ-পুলিশ ।
ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ২০০৬ সাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাসহ দেশের ৫টি অঞ্চলে সাড়ে ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকার নদ-নদীতে এ কর্মসূচি চলে আসছে।
জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, মেঘনা ও পদ্মা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় আজ থেকে দু’ মাস সব ধরণের মাছ ধরা নিষেধ।
সরকারি হিসেবে চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৪৬ হাজার ৬শ’ ৫৪ জন জেলে। এসব জেলেদের মধ্যে ৪১ হাজার ৪২ জন ইলিশ জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেওয়া হবে । বাকী ৫ হাজার জেলের কি হবে?
চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল জানান, সকল জেলেকেই খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে । তিনি জানান, গেল বছর সঠিকভাবে জাটকা রক্ষার কারণে ইলিশের উৎপাদন বেড়েছে । মানুষ কম দামে ইলিশ কিনে খেতে পেরেছে ।
কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ । মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অনেক আগে থেকেই বিভিন্নস্থানে জনসচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়েছে। জাটকা রক্ষায় এ বছর কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে ।
প্রসঙ্গত, অভয়াশ্রম চলাকালে প্রথমবার কেউ নদীতে জাল ফেললে এক মাস হতে সর্বোচ্চ ছয় মাস সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা এবং পরবর্তী প্রতিবার আইন ভঙ্গের জন্য কমপক্ষে ২ মাস হতে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।