আজ দিয়ে টানা ৬ষ্ঠ দিনে গড়াল পতন

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এর আগে গত ৫ কার্যদিবস ধরে দরপতন হয়েছে পুঁজিবাজারে। আজ দিয়ে টানা ৬ষ্ঠ দিনে গড়াল পতন।

 

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ১৯ পয়েন্ট নিচে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৬৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩০ কোটি ৬১ লাখ টাকা কম। গত বুধবার ডিএসইতে ৪৯৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

রোববার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির শেয়ার দর।

 

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪০ পয়েন্টে।

 

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।