মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ– আজ শনিবার (১৬ই অক্টোবর) নীলফামারীর চেম্বার অব কমার্স – ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সম্পন্ন করাও হয়েছে সকল প্রস্তুতি। নির্বাচনের প্রতিদ্বন্দীতায় রয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল। ইতিমধ্যে পৃথক আয়োজনে দুই প্যানেলেরই অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভাও। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার। অপরদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বে রয়েছেন নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মারুফ জামান কয়েল।
আর এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক জানান,গত বারের চেয়ে এবারের ভোটারের সংখ্যা অনেক বেশী। গতবার সাধারণ গ্রুপে ভোটার সংখ্যা ছিল ২৯৩ জন।আর এবারে সেখানে ভোটার সংখ্যা ৮৮২ জন।অপরদিকে গতবারের সহযোগী ভোটার সংখ্যা ৯৮ জন থেকে এবার তা উন্নীত হয়ে দাঁড়িয়েছে ৩৬৩ জনে।আর তাই এবারের নির্বাচনে ১৭টি পদে দুই প্যানেলে প্রতিদ্বন্দীতাও করছেন ৩৪ জন।আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে বিরতীহীনভাবে টানা ছয় ঘন্টা ভোট গ্রহন চলবে।