
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে শুক্রবার বিকেলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের দীর্ঘতম আখতারুজ্জামান ফ্লাইওভার।
বিকেল থেকে বহুল প্রত্যাশার মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত দীর্ঘ ৫.২ কিলোমিটারের এই ফ্লাইওভারে যানবাহন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম।
আবদুচ সালাম জানান, নগরবাসীকে ঈদ উপহার হিসেবে পরীক্ষামূলকভাবে ফ্লাইওভারটি খুলে দেওয়া হচ্ছে। শুরুতে ফ্লাইওভারের দুইটি লেন খুলে দেওয়া হচ্ছে। মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত লেনটি দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করবে। ফ্লাইওভারটিতে মোট ব্যয় হয়েছে ৬৯৬ কোটি ৩৪ লাখ টাকা। এটি নগরীর যান চলাচলে গতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।