আজ বিশ্বব্যাংকে ইন্টার্নশিপে আবেদনের শেষ দিন

নিজস্ব প্রতিবেদক : দাতা সংস্থা বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তাদের প্রধান কার্যালয়সহ অন্যান্য দেশের কার্যালয়গুলোতে প্রতি বছর ২০০ জন তরুণ স্নাতকদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গ্রীষ্ম এবং শীতকালীন এই দুই সেশনে ইন্টার্নশিপ করানো হয়। চলতি বছর বিশ্বব্যাংকে ইন্টার্নশিপে আবেদনের সময়সীমা বুধবার শেষ হচ্ছে। চলতি বছরের সামার (জুন থেকে সেপ্টেম্বর) সেশনে ইন্টার্নশিপ করতে আগ্রহীদের আজ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে হবে।

শীতকালীন ইন্টার্নশিপ হয় ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এ সেশনে আবেদনের শেষ সময় ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। আর আসন্ন গ্রীষ্মকালীন সেশনের জন্য আবেদন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইন্টার্নশিপ কার্যক্রম চলবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

এই ইন্টার্নশিপে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি তাকে মাস্টার্স বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। তবে আবেদনকারীকে ইন্টার্নশিপ শেষে নিজ নিজ শিক্ষাক্ষেত্রে ফিরে আসার মানসিকতা থাকতে হবে।

আবেদনকারীকে ইংরেজি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। তিনি যে বিষয়ে পড়াশুনা করেছেন বা করছেন সেই বিষয়ের কাজে বাস্তবিক অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, অ্যারাবিক, পর্তুগিজ এবং চাইনিজ ভাষায় দখল থাকা আবেদনকারীরা পাবেন বিশেষ অগ্রাধিকার।

অর্থনীতি, বাণিজ্য, মানব উন্নয়ন (গণস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃতত্ত্ব, সমাজ বিজ্ঞান), কৃষি, পরিবেশ, ব্যক্তিগত খাত উন্নয়ন এবং সমগোত্রীয় বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ইন্টার্নশিপে অগ্রাধিকার পাবেন।

বিশ্বব্যাংকের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ইন্টার্নশিপে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ঘণ্টা হিসেবে ব্যাংক থেকে সম্মানি পাবেন। ক্ষেত্র বিশেষে কেউ কেউ যাতায়াত ভাতা পাবেন। তবে বিশ্বব্যাংকের যে শাখায় একজন ব্যক্তি ইন্টার্নশিপ করবেন সেখানে যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা ওই ব্যক্তিকেই করতে হবে।

আবেদনকারীকে http://www.worldbank.org/en/about/careers/programs-and-internships/internship এই লিঙ্কে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীকে সঠিকভাবে ই-মেইল ঠিকানা দিতে ব্যাংকটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ আবেদনকারীর সঙ্গে ব্যাংক ওই ই-মেইল ঠিকানায়ই যোগাযোগ করবে। আর একজন আবেদনকারী একবারই আবেদন ফরম পূরণ করতে পারবেন।