আজ মোংলা-ঘষিয়াখালী নৌপথ চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :
পুনঃখনন শেষে মোংলা-ঘষিয়াখালী নৌপথ (চ্যানেল) আজ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে চ্যানেলটি উদ্বোধন করবেন। একই সঙ্গে নতুন ১১টি ড্রেজারও উদ্বোধন করবেন তিনি।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গণভবনে এবং সচিব অশোক মাধব রায় ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক বাগেরহাট প্রান্তে উপস্থিত থাকবেন।

এ নৌপথ চালু হলে দূরত্ব কমবে প্রায় ৮৬ কিলোমিটার। আগের মতোই এই চ্যানেল দিয়ে নৌযানগুলো উত্তর-দক্ষিণাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন করতে পারবে। এতে সুন্দরবন রক্ষা পাবে।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মোংলা-ঘোষিয়াখালী নৌপথের দূরত্ব ৩১ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার খনন করা হয়েছে। এ পর্যন্ত ড্রেজার দ্বারা ১৮১ দশমিক ৮০ লাখ ঘনমিটার ড্রেজিং সম্পন্ন করা হয়েছে। ড্রেজিংকৃত অংশে পলি ভরাটের কারণে সংরক্ষণ খননের আওতায় সর্বমোট ৬২ দশমিক ১২ লাখ ঘনমিটার পুনঃখনন করা হয়েছে।