নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনে রমনা থানার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)।
গত ৩ অক্টোবর থেকে শুরু হয়েছে স্মার্ট কার্ড বিতরণের কাজ।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ২১ নম্বর ওয়ার্ডের ময়মনসিংহ লেন, ময়মনসিংহ রোড ও সামসুন নাহার হল এলাকার বাসিন্দাদের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এদিকে নতুন করে রাজধানীর গুলশান, লালবাগ, কোতয়ালী ও ক্যান্টনমেন্ট থানায় স্মার্ট কার্ড বিতরণের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা জানান, দ্বিতীয় দফায় ঢাকায় স্মার্ট কার্ড বিতরণের শিডিউল ঠিক করা হয়েছে। প্রথম পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণে যেসব সমস্যা দেখা গেছে তা যেন আর না হয় সেই দিকে লক্ষ রাখা হবে।
দ্বিতীয় দফায় স্মার্ট কার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে ২৮ অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।
২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।