মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ
৭১’র ২৫ মার্চের কালোরাতে বাঙালীদের উপর পাক হানাদার বাহিনীর বর্বরোচিত অতর্কিত আক্রমনের সমুচিত জবাব দিয়ে দেশকে স্বাধীন করতে গোটা জাতির সাথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার-তরুন-কিশোর-যুবারাও যার হাতে যা ছিল তাই নিয়েই ঝাপিয়ে পড়েছিল শত্র“ সেনার উপর। ২৬ মার্চ ইপিআর হাবিলদার আনিস এবং আরব আলীর মাত্র দুটি ষ্টেনগানকে সম্বল করে তাদের সাথে হাজার যুবক লাঠি-সোঠা, দা-কুড়াল নিয়ে জয়মনিরহাট, সোনাহাট, বাগভান্ডার, ধলডাঙ্গা প্রভৃতি বিওপি আক্রমন করে হত্যা করেছিল অবাঙালি ইপিআরদের।
এর পর ডিফেন্স গড়ে তোলেন ধরলা নদীর তীরে। কিন্তু মাত্র গুটিকতক থ্রিনট থ্রি রাইফেল, দুটি টু ই মর্টার আর একটি মাত্র ৮১ এমএম একটি মর্টার দিয়ে সু-সজ্জিত একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে কতকখনইবা সম্মুখ যুদ্ধে টিকে থাকা যায়! তদুপরি রয়েছে সেই শত্র“ বাহিনীর প্রতি আলবদর-রাজাকার-আলসামসের প্রত্যক্ষ সহযোগিতা। সেই রাজাকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের ৩ মাসের মধ্যে ২৬ মে পাকবাহিনী ধরলা নদী পেরিয়ে আসতে থাকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর দিকে। বীর মুক্তিযোদ্ধারা তার পরেও ঠেকিয়ে রাখেন আরও দু’দিন। কিন্তু অবশেষে শত্র“রা ২৯ মে ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশ করে।
দালাল-রাজাকারদের সে কি উল্লাস! এইতো শেষ মুক্তিযুদ্ধ! সেদিন দুপুরে পাকফৌজকে স্বাগত জানায় এলাকার প্রিন্সিপাল কমর উদ্দিন, এফাজ উদ্দিন সরকার এবং জালাল উদ্দিন নামক তিন কুখ্যাত দালাল। পাক বাহিনীর উপস্থিতি ছড়িয়ে পড়ে চার দিকে। তখন ৯ ইউনিয়ন হতে লুকিয়ে থাকা মুক্তিযুদ্ধ বিরোধী দালালদের আহব্বানে শত শত লোক খাসি-মুরগী, দুধ-কলা ইত্যাদি উপহার নিয়ে ছুটে যায় খান সেনাদের অভ্যর্থনা জানাতে।
দালালদের অভয়বানীতে খান সেনাদের পাশপাশের বহুলোক রয়ে গিয়েছিল নিজ নিজ বাড়ীতে। কিন্তু সন্ধ্যা নামার আগেই প্রকৃতরূপ প্রকাশ পায় হায়নাদের। প্রত্যেক বাড়ীতে ঢুকে সুন্দরী যুবতীদের শুরু করে ধর্ষণ। আগুনে জ্বালাতে থাকে বাড়ীর পর বাড়ী ও দোকান পাট। ধর্ষণ-লুণ্ঠন এবং অগ্নি সংযোগ চলতে থাকে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন-প্রতিরাত আগুনের লেলিহান শিখায় আলোকিত হয় গ্রামের পর গ্রাম। আর শুধুই মর্টারশ্যেল এবং মেশিনগানের গোরাবর্ষণ।
তখনও মুক্তিযোদ্ধাদের হাতে বড় ধরনের কোন যুদ্ধ্যাস্ত্র নেই। তবুও থেমে থাকেনি তাদের গেরিলা আক্রমণ। ক্রমেই শক্তিবৃদ্ধির সাথে সাথে মুক্তিযোদ্ধারা বড় কিছু অপারেশন চালান।
১৩ জুন সুবেদার মোজাম্মেলের নেতৃত্বে এক অভিযানে থানা সদর থেকে মাত্র দু’মাইল দুরে জয়মনিরহাট রেলসেতুর একশ’ গজ বামে একটি আম গাছে অবস্থানকারী পাকবাহিনীর এক পর্যবেক্ষককে ধরে নিয়ে যান তারা। ১১ অক্টোবর মুক্তি বাহিনী আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ক কাটা নামক মাইন পেতে রেখে পাক বাহিনীর একটি ভ্যান উড়িয়ে দেন। এতে ঘটনাস্থলে একজন অফিসার ও একজন জেসিও সহ ১৫-১৬জন খান সেনা নিহত হয়। আহত অবস্থায় দুই খান সেনাকে ধরে নিয়ে যায় মুক্তিযোদ্ধারা।
ক্রমেই সু-সংহত হন মুক্তিযোদ্ধারা। গেরিলা আক্রমণে খুব দুরে যাচ্ছে না পাক সেনারা হেড কোয়ার্টার থেকে। কিন্তু ইতিমধ্যে হত্যা করেছেন অন্তত শ সাতেক নিরীহ লোক। ধর্ষণ করেছে অসংখ্য মা-বোনকে। উপজেলা সদরের রফিক কম্পাউন্ডারের বাড়ীর কাছে, বিমল মেম্বারের বাড়ীর দক্ষিণে, কলেজ রোডের পূর্ব পার্শ্বে, ইউএনও’র বাস ভবনের দক্ষিণ পার্শ্বে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পার্শ্বে, বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে আবিষ্কৃত হয় এ রকম অনেক বধ্যভূমি। এছাড়াও রাস্তাঘাটের যেখানে সেখানে পড়ে থাকে মানুষের কঙ্কাল ও মাথার খুলি।
রফিক কম্পাউন্ডারের বাড়ীর পাশে ২৬ জুন দুপুরে ৬৫ জন নিরীহ লোককে ধরে এনে এক মজা পুকুরে লাইন করে গুলি করে হত্যা করে খান সেনারা। সোনাতলী গ্রামের মাছু শেখ ও সেই মৃত্যুর লাইনে ছিল। তার জবানবন্দিতে জানা গেছে, মারার আগে কমর উদ্দিন প্রিন্সিপাল এবং এফাজ উদ্দিন সরকারকে খান সেনারা জিজ্ঞেস করেছিল; তাদেরকে তারা চেনে কি না? উত্তরে উভয়ে প্রায় সব চেনা লোককেই চিনিনা বলে উত্তর দিয়েছিল। তার পরই ঘটে এই হত্যাযজ্ঞ। পায়ে গুলি লেগে বেঁহুশ মাছু শেখ অজ্ঞান অবস্থা থেকে ঘণ্টা দুয়েক পরে জ্ঞান ফিরে পেলে কোন রকমে সেখান থেকে পালিয়ে যায়। তার কথায় লাশ এবং রক্ত দিয়ে সেই মজা পুকুরটা প্রায় ভরে গিয়েছিল।
খান সেনাদের হত্যা-ধর্ষণের মহোৎসবের মধ্যে ক্রমেই শক্তিবৃদ্ধি হচ্ছিল মুক্তিবাহিনীর। অবশেষে আসে সেই শুভ দিন ১৩ নভেম্বর ৭১ সাল। সকাল থেকে উপজেলার পূর্ব দিকে সোনাহাট এবং পশ্চিমে সাহেবগঞ্জ থেকে মিত্রবাহিনীর স্থল অভিযানে ভারতীয় বিমান বাহিনীর সমর্থনে আক্রমণে দিশে হারা পাক বাহিনী পর দিন ভোর থেকে পিছু হটতে থাকে। ১৪ নভেম্বর সকাল ১১ টায় মিত্রবাহিনী দখল নেয় ভূরুঙ্গামারীর পাক আর্মীর হেড কোয়ার্টার। এই অভিযানে ২৬ বেলুচ রেজিমেন্টের কুখ্যাত ক্যাপ্টেন হামিদুল্লাহ সহ কয়েকজন পাক সেনা নিহত হয়। হামিদুল্লাহর ব্যাঙ্কারে নিহত হয় অজ্ঞাত নামা এক ধর্ষিতা মহিলা। এভাবেই বীর মুক্তিযোদ্ধারা ধরলা নদীর ওপাড়ে তিন মাস যে ভাবে ঠেকিয়ে রেখেছিল খান সেনাদের; তেমনিভাবে চূড়ান্ত বিজয়ের এক মাস পূর্বে হানাদার মুক্ত করেন ভূরুঙ্গামারীকে। সিও অফিস প্রাঙ্গণে উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা। মুক্তিযুদ্ধে উপজেলার ১৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ৬জন বীর মুক্তিযোদ্ধা।
এদিকে সিও অফিস চত্ত্বরে উপস্থিত হয়ে মুক্তিযোদ্ধারা ওই অফিসের দোতালায় অনেক মেয়ে কণ্ঠের আর্তনাদ শুনতে পান। সিঁড়ি বেয়ে উপরে উঠেন লেঃ সামাদ সহ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, শামছুল আলম মতি, আব্দুল কাদের, শাহ্ জাহান আলী, সাইফুর রহমান বাচ্চু, হায়দার আলী, সিরাজুল ইসলাম ও আরও ক’জন মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনীর কিছু সৈন্য। উপর তলার শিক্ষা অফিসে তালাবদ্ধ দুটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ধর্ষিতা-বিবস্ত্রা ক্ষত-বিক্ষত দেহের ২১জন যুবতীকে। তারা সবাই ছিলেন বিভিন্ন মেয়াদের গর্ভবতী। এছাড়াও ভূরুঙ্গামারী হাইস্কুলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয় প্রায় ২৫জন যুবতীকে। মুক্তিযোদ্ধারা তাৎক্ষণিক কিছু কাপড় চোপড় দিয়ে আব্র“ ঢেকে চিকিৎসার জন্য তাৎক্ষনিক ভাবে গাড়িতে করে তাদেরকে ভারতের দিনহাটা ও কুচবিহার হাসপাতালে পাঠিয়ে দেন।
সেই বদ্ধ রুমের মেঝে ছিল রক্তাক্ত। রুমের উত্তর দেয়ালে আঙ্গুলে মাখা রক্ত দিয়ে লেখা ছিল একটি শব্দ ‘জ-বা’ মনে করা হয় হয়তো বা সেই বীরাঙ্গনাদের একজনের নাম ছিল ‘জবা’। অথবা সে লিখতে চেয়েছিল মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা।
পরদিন সকালে দুই তরুণ ঐ দালানের সামনে রোপন করে একটি জবা ফুলের চারা। প্রশাসনিক পরিচর্যায় সেই গাছ বড় হয়ে প্রায় ৩০ বছর যাবৎ লাল টকটকে জবা ফুলে ছেয়ে থাকতো উপর তলার শিক্ষা অফিসের বারান্দা পর্যন্ত। সেই গাছটি এখন আর নেই। সেই বীরাঙ্গনা জবারাও এখন কে কোথায় আছেন, কেমন আছেন সে খবর আর কেউ রাখেনা। তবে পাক সেনাদের দ্বারা ধর্ষিতা ধামের হাটের বীরাঙ্গনা মজিরন প্রায় অর্ধ শতাব্দী কাল যাবৎ পাগলী হয়ে শিকলবন্দী অবস্থায় দুঃসহ জীবন-যাপন করছেন এখন পর্যন্ত।