আজ রাতেও জেলে থাকতে হচ্ছে শাহরুখ পুত্রের

নির্দিষ্ট সময়ে সব আইনি প্রক্রিয়া সেরে উঠতে না পারায় আজ শুক্রবার রাতেও জেলে থাকতে হচ্ছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের নিয়ম অনুসারে, আজ ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টার মধ্যে আর্থার রোড জেলের জামানত বক্সে জামিনের সব কাগজপত্র জমা দিতে পারেননি আরিয়ানের আইনজীবী।

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তির জন্য আগামীকাল শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আরিয়ান খানকে। সকাল ৬টায় ফের খুলবে আর্থার রোড জেলের জামানত বক্স।

টানা তিন দিন জামিন শুনানির পর গতকাল বৃহস্পতিবার আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে জামিন দেন বোম্বে হাইকোর্ট। পূর্ণাঙ্গ আদেশ আজ দেওয়া হয়।