আজ রাতে ফাইনাল

ক্রীড়া ডেস্ক : অনেক আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত লাহোরেই আজ রাতে হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

ফাইনালে অবশ্য অনেক বিদেশি খেলোয়াড়কেই পাচ্ছে না পাকিস্তান। লাহোরের ফাইনালে খেলার জন্য বিদেশি খেলোয়াড়দের ১০ হাজার ডলার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত দেওয়ার কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে নিরাপত্তার সমস্যা দেখিয়ে অনেক বিদেশি খেলোয়াড়ই লাহোরের ফাইনাল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। কোয়েটার কেভিন পিটারসেন, লুক রাইট, টাইমাল মিলস, রাইলি রুশো, নাথান ম্যাককালামরা লাহোরের ফাইনালে খেলছেন না।

পরে নতুন করে বিদেশি খেলোয়াড় নিয়েছে কোয়েটা। কোয়েটার হয়ে খেলতে লাহোরে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এ ছাড়া জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ও শেন আরভিন, দক্ষিণ আফ্রিকার মরনে ফন উইক, এবং ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিটকে দলে নিয়েছে কোয়েটা। অন্যদিকে ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, ক্রিস জর্ডান ও ডেভিড মালানের লাহোরের ফাইনালের খেলার কথা নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। রোববার সকালেই তাদের লাহোরে পৌঁছে যাওয়ার কথা।

ফাইনাল নির্বিঘ্ন করতে দশ হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য কাজ করবে। থাকবে পাঞ্জাব পুলিশ। তিন দিন আগে থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করেছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ফাইনালের ১৮ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ফাইনালের সময় গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট একরকম নিষিদ্ধ। টেস্ট খেলুড়ে দলের মধ্যে কেবল জিম্বাবুয়ে ২০১৫ সালে সীমিত ওভারের সিরিজ খেলে গেছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তাই মরিয়া পিসিবি। নিজেদের আবারও নিরাপদ প্রমাণ করতেই পিসিএলের ফাইনাল লাহোরে আয়োজন করেছে তারা। ফাইনাল নিরাপদে শেষ করাটা তাই পিসিবির জন্য বিরাট চ্যালেঞ্জ।

তথ্যসূত্র : ক্রিকইনফো, ডন নিউজ।