নিজস্ব প্রতিবেদকঃ আজ শনিবার দুপুর ৩টায় বিভিন্ন ব্যান্ড, একক সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকারদের দেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণার অংশবিশেষ হিসেবে “গেট আপ স্ট্যান্ড আপ” ইভেন্টটি আয়োজন করা হয়। আয়োজনটি মূলত ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সঙ্গীতশিল্পীদের একটি শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষে আন্দোলনে নিহত হওয়া ছাত্রসহ সবার জন্য মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ৫০০০ এরও বেশি মানুষের জমায়েতটি রবীন্দ্র সরোবর থেকে দুপুর ৩.১৫ এর পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়।
একই সাথে ঢাকার বাইরে যেসব মিউজিশিয়ান আছেন তারা নিজ নিজ জেলা/ উপজেলায় একইসময় এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেন। শিল্পীরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করেছেন, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। যেনো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শক্তি অনুভব করে সেই কারণে বামবার ব্যান্ডসহ অন্যান্য সংগীতশিল্পীরা সবাই একসাথে আয়োজনে অংশ নেন।
বামবার বর্তমান প্রেসিডেন্ট ও মাইলস-এর হামিন আহমেদ বলেন, “ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আমরা, বাংলাদেশের শিল্পীরা, তাদের জন্য দাঁড়াচ্ছি। আমরা চাই, আর কোন গুলি যেন না চলে, কেউ যেন গ্রেফতার না হয় আর যারা জীবন দিয়েছেন তাদের জন্য সুষ্ঠ তদন্তের ব্যবস্থা হয়।” বামবার প্রাক্তন প্রেসিডেন্ট, মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক ছাত্রদের সাথে একাত্মতা সম্পর্কে বক্তব্য রাখেন ও গ্রেফতার হওয়া র্যাপার হান্নানের মুক্তি দাবি করেন। তিনি এর সাথে শিক্ষার্থীদের দমন নিপীড়ন বন্ধ রেখে সঠিক বিচার ব্যবস্থার দাবি রাখেন।
এই আয়োজনে অংশ নিয়েছেন সোলসের পার্থ বড়ুয়া, নাসিম আলি খান, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, শামস, আর্ক-এর হাসান, টিংকু, আর্টসেলের সাজু, জর্জ লিংকন, অর্ণব ও ফ্রেন্ডস-এর অর্ণব, বুনো, সংগীতশিল্পী ইকবাল আসিফ জুয়েল ও তুর্য, বাংলা সার্কাস ব্যান্ডের প্রবর রিপন, পেন্টাগন ব্যান্ডের সুমন ও মোরশেদ, সুরকার প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী সঙ্গীতশিল্পী এলিটা করিম সহ আরো অনেকে।