আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে তাদের সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ হোসেন চৌধুরী প্রতিনিধি দলে থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি শুনেছি বিএনপির নেতারা আসতে চেয়েছেন। তাদেরকে আসতে বলেছি। এর বাইরে কিছু বলতো পারবো না।’

বিএনপির নেতারা জানায়, নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেওয়া, সমাবেশ থেকে কর্মীদের হুটহাট গ্রেপ্তার না করা এবং বিএনপিকে যেন স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয়, এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে।