
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে শ্রীপুর উপজেলার উত্তরপাড়া গ্রাম থেকে নিহত মৌসুমী আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌসুমী স্থানীয় কুদ্দুস আলীর মেয়ে এবং গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।
তার বাবা অসুস্থ এবং মা রমিজা খাতুন অন্যের বাড়িতে কাজ করেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রমিজা স্বামী ও মেয়েকে রেখে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। মৌসুমীর সৎ বড় ভাই ইদ্রিস আলী স্থানীয় গাজীপুর বাজারে বাউল গান শুনতে যান। ভোরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে মৌসুমীর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।
নিহতের মা রমিজা খাতুন সাংবাদিকদের জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আব্দুল আউয়ালের ছেলে মনিরুজ্জামান জয় গাজীপুর গ্রামের কদম আলী বাড়িতে থেকে পড়াশোনা করত। এক পর্যায়ে জয়ের সঙ্গে তার বোনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। টের পের পরিবারের লোকজন ওই মেয়েকে অন্যত্র পাঠিয়ে দেয়। কয়েক দিন ওই মেয়ের সন্ধান দেওয়ার জন্য মৌসুমীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল জয়। ঘটনার পর থেকে জয় পলাতক।। মৌসুমীর স্বজনদের ধারণা, জয়ই ধর্ষণের পর তাকে হত্যা করেছে।
শ্রীপুর থানার এসআই এখলাসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।