আট হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কোতোয়ালীর বিক্রমপুর গার্ডেন সিটি এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ আল আমিন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বিক্রমপুর গার্ডেন সিটির পাশেই আমিনের বাসা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তিনি জানান, দীর্ঘ দিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলেন দুই ভাই আল আমিন ও ইয়ামিন। গতকাল রাতে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবাসহ আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।