আতিয়া মহলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা

সিলেট সংবাদদাতা : জঙ্গিবিরোধী অপারেশনের ছয়দিন পর আবারও আতিয়া মহলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসেছেন।

সকাল ৯টার দিকে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের শিববাড়ি এলাকার আতিয়া মহলের অবিস্ফোরিত বোমা ধ্বংস করতে আসেন তারা। এই সময় তারা প্রায় এক ঘণ্টা রেকি করে র‌্যাব-৯ কার্যালয়ে ফিরে যায়।

পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা আবার আতিয়া মহলে প্রবেশ করে। এ সময় ফায়ার সার্ভিস টিম ও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে।

র‌্যাবের এএসপি মনির জানান, আতিয়া মহলে বোমানিষ্ক্রিয় করে সেখানে থাকা দুটি লাশ উদ্ধার করা হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-৯ কার্যালয়ে এই বিষয়ে ব্রিফ করা হবে।

গত ২৪ মার্চ থেকে জঙ্গি আস্তানা সন্দেহে শিববাড়ির আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ। ২৫ মার্চ সেখানে কমান্ডো অভিযান শুরু করে সেনাবাহিনী। গত ২৮ মার্চ বিকেলে আতিয়া মহলে চার দিনের অভিযান শেষে সেনাবাহিনী ‘আপরেশন টোয়াইলাইট’ অভিযানের সমাপ্তি ঘোষণা করে। পরে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয় ভবনটি। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় চার জঙ্গি।