
নিজস্ব প্রতিবেদক : চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ফেনী জেলার পশুরাম উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ফেনীর পশুরাম থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাঙ্গামাটি সদর থানায় তার বিরুদ্ধে জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলাটি (মামলা নম্বর-১) দায়ের করা হয়।
মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেব ২০১৫ সালে রাঙ্গামাটির বরকল উপজেলায় কর্মরত থাকা অবস্থায় সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় তিন পরীক্ষার্থীর কাছ থেকে ১৩ লাখ টাকা নেন। এরপর পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর প্রবেশপত্রে জালিয়াতির মাধ্যমে ছবি পরিবর্তন করে নিজের ছবি বসিয়ে পরীক্ষায় অংশ নেন। যা পরবর্তীকালে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। অর্থ আত্মসাত ও পরীক্ষায় জালিয়াতির বিষয়টি দুদকের অনুসন্ধান প্রমাণিত হওয়ায় সুমন দেবকে আসামি করে আজ মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের করার পরে দুদকের উপপরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।