আমাদের প্রতিবেশি দেশ ভারতের পাশেই এমন একটি জঙ্গল রয়েছে যেখানে দিনে বেশ কয়েকটি আত্মহত্যা হওয়া সাধারন ঘটনা। অবাক লাগছে তো?
জানা গেছে এখানে নাকি প্রতিবছর গড়ে ১০০ জন মানুষ আত্মহত্যা করেন এই জঙ্গলে। এখানে নাকি মানুষ আত্মহত্যা করতেই আসে।
জঙ্গলটি আমাদের প্রতিবেশী ভারতের পাশেই। ফুজি পর্বতমালার উত্তর-পশ্চিম ভাগে এই জঙ্গলটি দেখতে পাওয়া যাবে। ফুজি পর্বতমালার প্রায় ৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে এই ভয়ংকর জঙ্গল
পরিসংখ্যান বলছে যে আত্মহত্যার সংখ্যার বিচারে এই জঙ্গলটি নাকি বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এর নাম অওকিগাহারা। এর থেকে উপরে সবার প্রথমে রয়েছে আমেরিকার সানফ্রান্সিসকোর গোল্ডেন ব্রিজ।
স্থানীয় মানুষ বিশ্বাস করে যে এই জঙ্গলে নাকি মৃত ব্যক্তির আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায়। ফলে কোন সাধারন মানুষ এলে তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয় এই আত্মরাই। এমনকি ঊনবিংশ শতাব্দীতে “উবাসু” নামক এক এলাকার মানুষ একটি রীতি পালন করতেন যা খুবই অদ্ভুত ছিল। পরিবারের বৃদ্ধ সদস্য যারা প্রায় মৃত্যুর দিকে এগিয়ে চলেছে তাদেরকে তারা এই জঙ্গলে এনে একা ছেড়ে দিতেন।
এরপর সেই জঙ্গলে ঘুরতে ঘুরতেই মৃত্যু হত সেই বৃদ্ধদের। বলা হয় সেই মৃত ব্যক্তিদের অতৃপ্ত আত্মাগুলোই নাকি এখানে ঘুরে বেড়ায় আর মানুষ দেখলে তাদেরকেও নিজেদের পরিণতি দেখতে চায়।