ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন হলিউডের খ্যাতনামা লেখক-প্রযোজক স্টিভ বিং। স্টিভ সোমবার (২২ জুন) তিনি আত্মহত্যা করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি।
বলিউডের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেস কাটতে না কাটতেই এবার হলিউডে ঘটল একই ঘটনা।
সমাজের উন্নয়নমূলক কাজেও থাকতেন। সব সময় মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। স্টিভের দুই সন্তান রয়েছে।
২৭ তলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’করেছেন হলিউডের প্রযোজক স্টিভ বিং।
স্থানীয় সংবাদমাধ্যাম লস এঞ্জেলস টাইমস ও টিএমজি জানিয়েছে, সোমবার ক্যালিফোর্নিয়া রাজ্যের কাল্ভার শহরে নিজের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দেন স্টিভ বিং। দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই ৫৫ বছর বয়সী প্রখ্যাত এই প্রযোজক।
সমাজের উন্নয়ন মূলক কাজে অগ্রণী ভূমিকা পালনকারী স্টিভ বিংয়ের আত্মহত্যার ঘটনায় হলিউডে শোকের ছায়া নেমেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন।
তিনি কেন এমনটা করলেন তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।
স্টিভ বিংয়ের প্রযোজনায় ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেস’ চলচ্চিত্র বক্স অফিস সাড়া ফেলে।
জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ বিং। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় হলিউডে নেমেছে শোকের ছায়া।
স্টিভের ঠাকুরদাও ছিলেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত। সেখান থেকেই আগ্রহ জন্মায় সিনেমার প্রতি। Get carter, Every Breath এর মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক তিনি। টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ও প্রযোজক ছিলেন তিনি।
হলিউডে থাবা বসিয়েছে করোনা। অনেকেই আক্রান্ত হয়েছে। মারাও গেছেন। এর মধ্যে ভক্তদের রীতিমতো আতঙ্কে ফেলে দিয়েছিল টম হ্যাংকসের করোনা আক্রান্ত হওয়ার খবর। মার্চ মাসে অস্ট্রেলিয়ায় শ্যুটিং চলাকালীন করোনা আক্রান্ত হন টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটা উইলসন। তাঁরাই প্রথম সেলিব্রিটি যাঁরা প্রকাশ্যে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। সেলিব্রিটি দম্পতি এখন সুস্থ।


