আদনান সামির স্মৃতিচারণ অভিনেত্রী শবনমকে নিয়ে

বর্তমান সময়ের বলিউডের বিখ্যাত এবং জনপ্রিয় সংগীত শিল্পী আদনান সামি। বাংলাদেশের বরেন্য অভিনেত্রী শবনমকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি। গতকাল শবনমের সঙ্গে তোলা নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, বাংলাদেশের গর্জিয়াস সিলভার স্ক্রিন লিজেন্ড শবনমজী’র সঙ্গে স্মরণীয় মুহূর্ত।

তিনি আরো বলেন, আমার প্রতিভা নিয়ে তাদের উৎসাহের কথা কখনো ভুলবো না। তিনি এবং তার প্রয়াত স্বামী ও মিউজিক মায়েস্ত্রা রবিন ঘোষজি আমার প্রতি ভালোবাসা ও স্নেহে পূর্ণ ছিলেন।

এছাড়া শবনম বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের চলচ্চিত্র জগতে সকলের কাছেই সমান জনপ্রিয়। কয়েক দশক ধরে দুই দেশের চলচ্চিত্র শিল্পে তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন।

সেরা অভিনেত্রী হিসেবে সর্বোচ্চ ১৩ বার জিতেছেন নিগার অ্যাওয়ার্ড। বাংলাদেশে তিনি সর্বশেষ অভিনয় করেছেন ১৯৯৯ সালে ‘আম্মাজান’ ছবিতে। সেই সিনামায় মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক সম্মান অর্জন করেছিলেন।

সিনেমাটিতে আরো অভিনয় করেছিলেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা মান্না। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া তুলেছিল এবং নায়িকার ছেলে চরিত্রে অভিনয় এর মাধ্যমে সবার মনে যায়গা করে নিয়েছিলেন মান্না।