নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যা মামলায় আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো- রাজিন মোহাম্মদ হৃদয় (২০), শাকিল সরকার (১৯) ও ফখরুল ইসলাম শ্রাবণ (১৮)। এ নিয়ে এ ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম জানান, গ্রেপ্তারকৃতরা আদনান হত্যার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজ ও আগে গ্রেপ্তারদের দেওয়া তথ্য মতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।