ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, অন্যায়ভাবে জমি দখলবাজী থাকবে না।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, ন্যায়-নীতি ও আদর্শবান নেতা ছাড়া এ দেশের মানুষের শান্তি কামনা করা যায় না। বিগত দিনের শাসকরা ভালো হলে এ দেশ সোনার খনি হতো।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে বলেছে তারা শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করেছিলাম তখন তাদের ভাবনাটা ছিল আলাদা, আমাদের ভাবনাটাও হয়ে গেল আলাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হল হাতপাখা। ভালোর পক্ষে, ইসলামের পক্ষে, কল্যাণের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
গাজীপুর-৫(কালীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি।
জনসভায় হাতপাখার প্রার্থী গাজী আতাউর রহমানের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ, গাজীপুর জেলার ছাত্র আন্দোলনের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহ-সভাপতি হুসাইন আহমেদ ইমন, থানা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান ও সহ-সভাপতি এম সাইদ ভূইয়া পারভেজ প্রমুখ।


