
রাজধানীর আদাবরে আল আমিন নামে এক পুলিশ সদস্যতে কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, সোমবার রাতে ৯৯৯ এ দুই পক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে। চালক আল আমিন গাড়ির কাছে ছিলেন। এ সময় এক পক্ষের লোক এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে। আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।