সিলেট : খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বদরুল আলম।
বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালতের এসি (প্রসিকিউশন) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বদরুল আদালতে খাদিজা বেগম নার্গিসকে কোপানোর দায় স্বীকার করেছেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে শাহপরান থানায় বদরুল প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, কথিত প্রেমিক বদরুলের ধারালো অস্ত্রের আঘাতে সোমবার বিকেলে গুরুতর আহত সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস (২৩) ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।